Top
সর্বশেষ

বেগমগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এসপির কার্যালয়ের সামনে মানববন্ধন

০৫ জুন, ২০২২ ১:২৮ অপরাহ্ণ
বেগমগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এসপির কার্যালয়ের সামনে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় একাত্তর টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমানকে লাঞ্ছিত করা, মোবাইল ছিনিয়ে নেওয়া, মোবাইলের ভিডিও ফুটেজ ডিলিট করে দেওয়ার ঘটনার চার দিন পার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া, অভিযোগ এজাহার ভুক্ত না করার প্রতিবাদে আবারো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকবৃন্দ।

রবিবার (৫ জুন) সকাল ১০ টায় নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সুমন ভৌমিকের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন- নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, জামাল হোসেন বিষাদ, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খান, আকাশ মোহাম্মদ জসিম, আবু নাছের মঞ্জু’সহ অনেকে। এছাড়াও কর্মসূচীতে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এসময় হামলার ঘটনায় সাংবাদিক মিজানুর রহমানের লিখিত অভিযোগের চার দিন পার হলেও অজ্ঞাত কারণে তা এজাহার ভুক্ত না করা, হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়াসহ প্রশাসনের নির্বাক ভূমিকায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়া দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক মিজানুর রহমানের ওপর হামলাকারিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা। একই সঙ্গে গণমাধ্যমকর্মীরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারে সে দায়িত্ব প্রশাসন তথা সরকারকে নেওয়ার দাবি জানান বক্তারা।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (১ জুন) বেগমগঞ্জের বাংলাবাজার এলাকায় খাবার বিতরণ কর্মসূচি নেওয়া হলে সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুসহ দলের নেতাকর্মীরা যায়। কর্মসূচি শুরুর সঙ্গে সঙ্গে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল করে কর্মসূচিস্থলে এসে হামলা চালায় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ করে। এসময় হামলার ভিডিও ধারন করতে গেলে সাংবাদিক মিজানুর রহমানের মোবাইল ছিনিয়ে নেয় এবং তাকে লাঞ্ছিত করে হামলাকারীরা। পরে, দুই ঘণ্টার পর তাকে মোবাইল ফেরত দেয়। তবে মোবাইলের সকল ভিডিও মুছে দেওয়া হয়।

শেয়ার