Top
সর্বশেষ

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হোসেন ফাকু নির্বাচিত

১৭ জানুয়ারি, ২০২১ ২:০০ অপরাহ্ণ
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হোসেন ফাকু নির্বাচিত
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র ও আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু নারিকেল গাছ মার্কায় ১১ হাজার ৯শ ৭৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির আব্দুর রহমান মিয়া লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৩শ ৭ ভোট। এছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা মো: রফিকুল ইসলাম হাতপাখা মার্কায় পেয়েছেন, ৬ হাজার ৮শ ৭১ ভোট, আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন ধলু সওদাগর নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭শ ২৬ ভোট এবং বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮শ ৯ ভোট।

দ্বিতীয় ধাপে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা নির্বাচন সুষ্ঠভাবে ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

শেয়ার