Top
সর্বশেষ

বৃষ্টিতে বাড়ছে চা’এর ফলন

০৫ জুন, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
বৃষ্টিতে বাড়ছে চা’এর ফলন
মিলাদ জয়নুল, সিলেট :

সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় সিলেটে বিপুল ক্ষতি হলেও উপকার হয়েছে চা এর ফলনে। কারণ ভারী বৃষ্টিপাতের ফলে সিলেটের চা পাতার ফলন ভালো হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ভারী বিরামহীন বৃষ্টির কারণে বাগানের চা-গাছগুলো সতেজ ও উৎপাদন নির্ভর হয়েছে। চায়ের গাছে গাছে ছেড়েছে নতুন কুঁড়ি। বিশেষজ্ঞের মতে, এই ধারাবাহিকতা বজায় থাকলে বছর শেষে চা উৎপাদনে নতুন রেকর্ড করবে বাংলাদেশ।

এদিকে আবহাওয়া অধিদপ্ত সিলেটের তথ্য মতে, চলতি বছরের মে মাসে বৃহত্তর সিলেটে বৃষ্টিপাত হয়েছে ১৪৫৩ মিলি মিটার। যা গত বছরের মে মাসের তুলনায় ৮৫৩ মিলিমিটার বেশি। অর্থাৎ ২০২১ সালের মে মাসে পুরো সিলেটে বৃষ্টিপাতের পরিসংখ্যান ৬০০ মিলিমিটার।

এ ব্যাপারে বাংলাদেশীয় চা সংসদের (বিটিএ) সিলেট অঞ্চলের চেয়ারম্যান জিএম শিবলী বলেন, এক মাসেই ১৪৫৩ মিলিমিটার বৃষ্টিপাত চায়ের জন্য দারুণ খবর। চলতি বছরের শুরুটা হয়েছিল খরা দিয়ে। খরার জন্য চা উৎপাদনে আমরা কিছুটা পিছিয়ে গিয়েছিলাম, এখন ভারী বৃষ্টিতে সেই সমস্যা কাটিয়ে উঠছি।

তিনি আরও বলেন, চায়ের ভালো উৎপাদনের জন্য শুধুমাত্র বৃষ্টিপাত হলেই হবে না। খরা এবং অতিবৃষ্টি দুটোই চায়ের জন্য হুমকি। চা গাছের পরিপূর্ণ শারীরিক বৃদ্ধিতে পর্যাপ্ত পরিমাণ সানলাইট (সূর্যালোক) লাগবে। চলতি বছরের পরবর্তী মাসগুলোতেও যদি এই বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকে এবং পর্যাপ্ত ও প্রয়োজনীয় সানলাইট পাই তবে এবারও আমরা গতবারের মতোই রেকর্ড পরিমাণ চা উৎপাদন করতে পারবো।

জানা গেছে, এক সময় আমাদের দেশে অন্যতম রপ্তানিপণ্য ছিল চা। তবে দেশে চায়ের অভ্যন্তরীণ চাহিদা ব্যাপকভাবে বাড়ায় বিগত বছরগুলোতে চা রপ্তানি পুরোপুরি বন্ধ ছিল। প্রাকৃতিক অনুকূল পরিবেশে চায়ের উৎপাদন যদি চাহিদার অতিরিক্ত বৃদ্ধি পায় এবং চা বাগানগুলোতে যদি চায়ের বাম্পার ফলন হয় তাহলে চা রপ্তানির বিষয়ে আবারও বাংলাদেশ অগ্রসর হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ চা বোর্ড সূত্র জানায়, সঠিক ব্যবস্থাপনার ফলে করোনাকালেও ২০২১ সালে দেশের ১৬৭ টি চা বাগান এবং ক্ষুদ্রায়তন চা বাগান থেকে রেকর্ড পরিমাণ মোট ৯৬ দশমিক ৫০৬ মিলিয়ন কেজি (৯ কোটি ৫৬ লাখ কেজির কিছু বেশি) চা উৎপাদিত হয়। এর মধ্য দিয়ে চা শিল্পের ১৬৭ বছরের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বকালের রেকর্ড করেছিল বাংলাদেশ।

শেয়ার