Top

সীতাকুণ্ডে বিস্ফোরণ:ঘটনা তদন্তে পৃথক দুই কমিটি

০৫ জুন, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ
সীতাকুণ্ডে বিস্ফোরণ:ঘটনা তদন্তে পৃথক দুই কমিটি
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি, অপরটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রোববার দুপুরে কমিটি দুটি গঠন করা হয়। কমিটির বিষয়ে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সংস্থার সমন্বয়ে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত এই তদন্ত কমিটিতে প্রধান করা হয়েছে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) বদিউল আলমকে। তদন্ত কমিটিতে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, জেলা পুলিশ, বিস্ফোরক পরিদপ্তর, শিল্প ও কারখানা অধিদপ্তর, বিএম কনটেইনার ডিপো কতৃপক্ষের ছয়জন প্রতিনিধি থাকবেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম বলতে পারেননি জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘প্রতিটি সংস্থার সদস্যদের সমন্বয়ে এই কমিটি করা হয়েছে। আগামী তিন কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ’

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম, পিএসসিকে এবং সদস্য সচিব করা হয়েছে চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আনিসুর রহমানকে।

কমিটিতে অন্য সদস্যরা হলেন- শামস আরমান (প্রশিক্ষক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, টিসি, মিরপুর), জহিরুল ইসলাম (সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ইপিজেড, সাভার), মো. ওমর ফারুক ভূঁইয়া, ওয়ারহাউজ ইন্সপেক্টর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম)। রোববার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এমন তথ্য নিশ্চিত করেন।

শেয়ার