Top
সর্বশেষ

কাস্টমসের কালো আইন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

০৫ জুন, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ
কাস্টমসের কালো আইন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মৌলিক অধিকার পরিপন্থি কাস্টমস্ এজেন্টস্ লাইসেন্সিং বিধিমালা-২০২০ এর কতিপয় নিবর্তনমূলক আইন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দেশের সকল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সমন্বিত শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ কাস্টম ক্লিয়ারিং এ ফরওয়ার্ডিং এজেন্টস্
এসোসিয়েশন। পাশাপাশি দাবি সমূহের পক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মোঃ সুলতান হোসেন খান ও সভাপতি আলহাজ্ব শামছুর রহমান।

সংবাদ সম্মেলনে বক্তারা লাইসেন্স নবায়ন না করার বিধি বাতিল, বৈধ উত্তরাধিকারীর অনুকূলে লাইসেন্স হস্তান্তরের ক্ষেত্রে বিধিমালার অধীনে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা, লাইসেন্স বাতিল ও অর্থ দণ্ড আরোপ সংস্করণ, রেফারেন্স লাইসেন্স বাতিল না করা, শুল্ক মূল্যায়ন বিধিমালা-২০০০ যথাযথভাবে বাস্তবায়ন,
এইচএস কোড ও সিপিসি ভুলের কারণে জরিমানা আরোপ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আদেশ বাতিল সহ সিএন্ডএফ এজেন্টদের আত্নপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এআইএন লক করার মত নিবর্তনমূলক কার্যক্রম বন্ধের আহবান জানান।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, আমরা একাধিকবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এফবিসিসিআই সভাপতি সহ সংশ্লিষ্ট একাধিক কর্তৃপক্ষ জানালেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এমনকি আমাদের সাথে পরামর্শ করার প্রয়োজনও বোধ করেননি। সুতরাং আমাদের দাবী আদায়ের লক্ষ্যে আগামী ৭ জুন সারাদেশে সকল শুল্ক ভবন ও স্টেশন সমূহে পূর্ণ কর্মবিরতি ঘোষণা দেওয়া হলো।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি শেখ মোঃ মোখলেছুর রহমান লাবলু, অর্থ সচিব এ কে এম আকতার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সচিব মোঃ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ লিয়াকাত হোসেন, বন্দর বিষয়ক সচিব মোঃ খায়রুল বাশার, শুল্ক ও প্রশিক্ষণ বিষয়ক
সচিব এমদাদুল হোক লতা, নির্বাহী সদস্য কাজী মাহমুদ ইমাম বিলু, মোঃ ওবায়দুল্লাহ আল ইকবাল মিঠু, মোঃ উবায়দুল হক আলমগীর, আলহাজ্ব খায়রুজ্জামান মধু, আলহাজ্ব মহসিন মিলন, আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন, মোঃ কবির আহম্মেদ, সমন্বয়কারী দেলোয়ার হোসেন দিলুসহ সিএন্ডএফ এসোসিয়েশনের অনন্য নেতৃবৃন্দ

শেয়ার