একটাই পৃথিবী : প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় তিনি বলেন, ইটভাটা ও চাতালের ধোয়া নিয়ন্ত্রণ, নির্বিচারে বৃক্ষ নিধন, বালু মহালের সঠিক ব্যবহার, হাতি-মানুষের দ্বন্দ্ব, ক্লিনিক্যাল বর্জ্য অপসারণসহ পরিবেশ দূষিত করে এমন সব কাজ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। সেইসাথে পরিবেশ রক্ষায় সচেতনতার বিকল্প নেই।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আল-মাহমুদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়।
ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার দিনাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রকৃতি ও পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিশু শিক্ষার্থীর মাঝে পুরস্কারসহ একটি করে ফলজ বৃক্ষ তুলে দেওয়া হয়।