Top

একই পরিবারের তিন বসতঘরসহ পুড়ে গেল সাতটি ঘর

০৬ জুন, ২০২২ ১২:৪০ অপরাহ্ণ
একই পরিবারের তিন বসতঘরসহ পুড়ে গেল সাতটি ঘর
চাঁদপুর প্রতিনিধি :

টাইলস্ মিস্ত্রী আরিফ, রাত ১২টার পর নিজের পরিবারের ছয়টি ঘর পুড়ে নিঃস্ব হয়ে যাওয়ার খবরে নিস্তব্ধ তার পুরো পৃথিবী। কখনও ভাবতে পারেনি এভাবে হারাতে হবে জীবনে উপার্জন করা সব কিছু।

রোববার দিবাগত রাতে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের মধ্য বড়কুল ২নং ওয়ার্ড তোরাবালী বেপারী বাড়ির প্রবাসী সুমনের ঘরের এককোণ থেকে অগ্নিকান্ডের বিস্তার ঘটে। এরপর আগুনের লাল শিখা ছড়িয়ে পড়ে চার পাশে, পুড়ে যায় ওমান প্রবাসী হানিফ, টাইলস মিস্ত্রি আরিফ ও কৃষক মোহাম্মদ মিয়ার ঘর।

ক্ষতি হয় প্রায় ১৫ লাখ টাকার। আগুন দেখে কোনোমতে নিজের জীবন বাঁচাতে ঘর থেকে বেরিয়ে পড়েন তারা। তবে পুড়ে গেছে কুয়েত প্রবাসী সুমন, ওমান প্রবাসী হানিফ, টাইলস্ মিস্ত্রী আরিফ ও কৃষক মোহাম্মদ মিয়ার ঘরে থাকা সব কিছু। ভয়াবহ এই রাতে নিজের সব কিছু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তাহেরা বেগম।

ক্ষতিগ্রস্ত টাইলস্ মিস্ত্রী আরিফ জানান, তিন ভাইয়ের পাঁচ লাখ টাকার লোন আছে। ওমান প্রবাসী মেঝো ভাই হানিফ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না অসুস্থ। জরাজীর্ণ শরীর নিয়ে পড়ে আছে কাজ করতে পারছে না প্রবাসে। এর মধ্যেই অগ্নিকাণ্ডে পরিবারটা এখন পথে বসতে হলো।

গভির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ইউপি সদস্য আতিকুর রহমান ও প্রত্যক্ষদশীরা ঘটনার বিবরণ তুলে ধরে ক্ষতিগ্রস্ত নিঃস্ব পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য ইউএনও, জেলা প্রশাসক ও সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের কাছে আহবান জানান।

ক্ষতিগ্রস্ত সুমন, হানিফ ও আরিফের মা, স্ত্রী ও সন্তানরা মিলে ১৩ সদস্যের পরিবার। দুপুরে একবেলা খাবার গোসল করে পরনের কাপড় পরিবর্তন করার একমাত্র আশা ভরসা এখন তাদের প্রয়োজন সহযোগিতার।

শেয়ার