Top
সর্বশেষ

সড়কের উপর মৃত গাছগুলো এখন মূর্তিমান আতঙ্ক

০৬ জুন, ২০২২ ১:১০ অপরাহ্ণ
সড়কের উপর মৃত গাছগুলো এখন মূর্তিমান আতঙ্ক
বরিশাল প্রতিনিধি :

বরিশাল-পটুয়াখালী সড়কের রুপাতলী পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন রেইন্ট্রিতলা রাস্তার পাশে বেশ কিছু মৃত গাছ এখন ঐ এলাকার মূর্তিমান আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বরিশালের জনগুরুত্বপূর্ণ একটি সড়কের পাশে এভাবে কয়েক বছর যাবত এ মৃত গাছগুলো দাঁড়িয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন সড়কে চলাচলকারী সবাই।

রোববার (৫ জুন) বিকেলে বরিশাল-পটুয়াখালী সড়কের রুপাতলী পল্লী বিদ্যুত অফিসের একটু উত্তরে রেইন্ট্রিতলা এলাকায় গিয়ে দেখা যায়, বিশালাকার কয়েকটি মৃত রেইন্ট্রি ও মেহগনি গাছ রাস্তার উপরে হেলিয়ে আছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রতি মূহুর্তে শত শত ছোট বড় যানবাহন পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করছে। গাছগুলো ঝড় বৃষ্টিতে যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনায় পতিত হতে পারে যে কেউ।

ঐ এলাকার স্থানীয় বাসিন্দা কাজী সাইফুল বলেন, দীর্ঘ কয়েক বছর যাবৎ প্রধান সড়কের পাশে মৃত এ গাছগুলো বিদ্যমান রয়েছে। বিভিন্ন সময়ে এর ডালপালা ভেঙে পড়েছে রাস্তার উপরে। এতে যেকোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়ে দ্রুত সময়ের মধ্যে গাছগুলো না কাটলে চলতি ঝড় মৌসুমে যেকোন সময় গাছগুলো সড়কের ওপরে ভেঙে পরে ভয়াবহ দূর্ঘটনা ঘটতে পারে।

অপর এক বাসিন্দা মেহেদী হাসান বলেন, কিছু দিন পূর্বে বরিশালের বেলস পার্কে বিশালাকার একটি রেইনট্রি গাছ মারা যাওয়ায় কোন ধরনের দূর্ঘটনা এড়াতে গাছটি দ্রুত কর্তৃপক্ষ কেটে ফেলে। অথচ জনগুরুত্বপূর্ণ একটি সড়কের পাশে এই গাছগুলো দীর্ঘদিন ধরে মরে পড়ে আছে, এটা যেন কর্তৃপক্ষ দেখেও দেখছে না। এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে ছবি সহ লেখালেখি করে কোন লাভ হয়নি।

এ সড়ক দিয়ে চলাচলকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নকীব হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পথ এটি। প্রতিদিন এ সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী ডাবল ডেকার বাসসহ অন্যান্য বাসগুলো দিনে বহুবার আসা যাওয়া করে। গাছগুলো যেমন ঝুঁকিপূর্ণভাবে হেলে আছে তাতে যেকোনো মুহূর্তে দূর্ঘটনা ঘটা স্বাভাবিক। বিষয়টি কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।

এ ব্যাপারে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ বলেন, গাছগুলো বন বিভাগের আওতায় পড়ছে কিনা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। যদি গাছগুলো বন বিভাগের আওতায় হয় তাহলে টেন্ডারের মাধ্যমে গাছগুলো কাঁটার ব্যবস্থা করা হবে।

শেয়ার