Top
সর্বশেষ

ফরিদগঞ্জে অবৈধ দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

০৬ জুন, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
ফরিদগঞ্জে অবৈধ দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
শিমুল হাছান, ফরিদগঞ্জ :

ফরিদগঞ্জে বৈধ কাগজপত্র না থাকায় ২টি ডায়াগনস্টিক সেন্টারকে আর্থিক জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার(৫জুন) বিকেলে উপজেলা নির্বাহি অফিসার তাসলিমুন নেছার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে চালানো ও লাইসেন্স না থাকায় উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা ও মেডিট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টারেকে ৫ হাজার টাকা জরিমানা ও ওই ২টি ডায়াগনস্টিক সেন্টারকেই সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রন মেডিকেল অফিসার ডা. মামুন আহমেদ ভুঁইয়াসহ পুলিশ ও আনসার সদস্যরা।

জরিমানা ও সিলগালার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা বলেন, উপজেলায় স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই সরকারের বিধ বিধান মেনে বৈধ কাগজপত্র নিয়ে পরিচালনা করতে হবে। ফরিদগঞ্জে কোন অবৈধ লাইসেন্সবিহীন ডায়গনিস্টিক সেন্টারকে চলতে দেয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে থাকবে বলে তিনি জানিয়েছে।

শেয়ার