Top
সর্বশেষ

কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

০৬ জুন, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান হানিফ সবুজ ও সদস্য মো. খোকন মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় হামলাকারীদের আঘাতে চেয়ারম্যানের মাথাও ফেটে যায়।

সোমবার দুপুর ১২টার দিকে চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের ওপর এ হামলার ঘটনা ঘটে। আহত চেয়ারম্যান আরিফ সবুজ ও ৭নং ওয়ার্ডের সদস্য মো. খোকনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চেয়ারম্যানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগীরা জানান, সম্পতি শেষ হওয়া চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া ও পূর্ব শত্রুতার জেরে ফখরুল ইসলাম সবুজ ও ইউপি সদস্য ওমর ফারুক সবুজের সাথে বর্তমান চেয়ারম্যান হানিফ সবুজের বিরোধের সৃষ্টি হয়। দুপুরে ইউপি সদস্য খোকনকে নিয়ে সিএনজি যোগে বের হন হানিফ সবুজ। কিছুপথ যাওয়ার পর আগ থেকে উৎপেতে থাকা ফখরুল ও ওমর ফারুকে ৩০/৩৫ জন সমর্থক তাদের গাড়ির গতিরোধ করে হামলা চালায়।

চরকাঁকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সালেহ আহম্মদ মানিক বলেন, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে চেয়ারম্যানের মাথা ফাটিয়ে দেয় এবং মেম্বার খোকনসহ তাদের দুইজনের হাত ও পা ভেঙে দিয়েছে। তাদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধিন আছেন।

হামলার অভিযোগ অস্বীকার করে বিষয়ে ফখরুল ইসলাম সবুজ বলেন, গত এক সপ্তাহ ধরে আমি ঢাকায় অবস্থান করছি। আজ সকালে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করে এখন পথে আছি। চেয়ারম্যান হানিফ সবুজের সাথে আমার কোন বিরোধ নেই, নির্বাচনে প্রার্থী হওয়ায় তার সাথে একটু মনের বিরোধ হয়। এ হামলা সাথে আমার কোন সম্পর্ক নেই।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত এক বছর ধরে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার মধ্যে বিরোধ চলে আসছে। এনিয়ে দুই পক্ষের বিরোধের ফলে প্রায় সংঘাত লেগে থাকতো। সংঘাত ও সহিংসতায় ইতোমধ্যে প্রাণ হারিয়েছে এক সাংবাদিকসহ দুইজন। প্রঙ্গুত্বসহ আহত হয়েছেন অন্তত শতাধিক ব্যক্তি। থানায় উভয় পক্ষের পক্ষে-বিপক্ষে মামলা রয়েছে অন্তত অর্ধশতাধিক।

শেয়ার