Top
সর্বশেষ

বিস্ফোণের তদন্তে যেটা বেরিয়ে আসবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: নৌ প্রতিমন্ত্রী

০৬ জুন, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ
বিস্ফোণের তদন্তে যেটা বেরিয়ে আসবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: নৌ প্রতিমন্ত্রী
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এই ঘটনার জন্য কারা দায়ী বা কর্তৃপক্ষের গাফিলতি ছিলো কিনা সে বিষয়ে তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে তদন্তের রিপোর্ট এর ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাদের জিরো টলারেন্স নীতিতে থাকতে বলা হয়েছে।

সোমবার বিকেল সোয়া ৩টার দিকে বিএম ডিপো পরিদর্শনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফকালে এই মন্তব্য করেন নৌ প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী ড. এনামুর রহমান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সীতাকুণ্ডের সংসদ সদস্য মো. দিদারুল আলমসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা।

তিনি বলেন, চট্টগ্রামে যে মানবিক দিক দেখতে পেলাম তা প্রশংসনীয়। আমরা তো এমন মানবিক বাংলাদেশ চাই। এই মানবিকতার হাত দিয়ে সবাই এগিয়ে আসবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কন্টেইনার বিস্ফোণের তদন্তে যেটা বেরিয়ে আসবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো মনগড়া রির্পোট দেওয়া সুযোগ নেই। তদন্তের বিষয়ে তদন্তকারী কর্মকর্তাগণ জিরো টরালেন্স নীতিতে থাকতে হবে। কারণ এ ধরণের ঘটনা আমাদের বড় ক্ষতি হয়েছে। বিশেষ করে এটি আমাদের দেশের ভাবমূর্তির ওপর ধাক্কা। আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে যে বাণিজ্য করি তা অনেক প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি বলেন, চট্টগ্রামের সাধারণ মানুষ কিন্তু কোনো দায়িত্বে নেই। দুর্ঘটনার পর দগ্ধ ও আহতদের নিজেদের সাধ্যমত খাবার, ওষুধ, পানি ইত্যাদি পৌঁছে দিতে আত্মমানবতার সেবায় ছুটে এসেছেন। ঘটনার দিন থেকে সাংবাদিকরা রাতদিন জেগে সংবাদ পরিবেশন করছেন, এখানে বিগডার সভাপতি আছেন, তারা পরশুদিন রাত থেকে যেভাবে এই ঘটনার পর থেকে এখানে লেগে আছেন, মুলত সবই প্রশংসনীয়।

শেয়ার