Top
সর্বশেষ
সুরের ভোল্টে অভিযানে এসে পেছনের দরজা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন দুদক কর্মকর্তারা ২৫ দিনে দেশে এলো ২০ হাজার কোটি টাকার প্রবাসী আয় ব্যাংক থেকে ১৭ বিলিয়ন ডলার লুট হাসিনা ঘনিষ্ঠদের, তদন্তে অডিটর নিয়োগ ন্যাশনাল ব্যাংকের এমডি ও ডিএমডির পদত্যাগ বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আ.লীগকে উৎসাহিত করবে: আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ গাজায় প্রচণ্ড ঠান্ডায় ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত `জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের হামলা, সমন্বয়কসহ আহত ৫

আফগানিস্তানে দুর্বৃত্তের হামলায় নারী বিচারক নিহত

১৭ জানুয়ারি, ২০২১ ৩:৫২ অপরাহ্ণ
আফগানিস্তানে দুর্বৃত্তের হামলায় নারী বিচারক নিহত

আফগানিস্তানের কাবুলে বন্দুকধারীর গুলিতে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারক নিহত হয়েছেন।

রোববার সকালে দেশটির রাজধানী কাবুলে এ ঘটনা ঘটে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেই এ হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আদালতের একজন মূখপাত্র আহমাদ ফাহিম কাইয়ূম হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে গাড়িতে করে আদালতে আসার সময় ওই দুই বিচারকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

কাইয়ুম বলেছেন, দুর্ভাগ্যক্রমে, আজকের হামলায় আমরা দুজন নারী বিচারককে হারিয়েছি। তাদের চালক আহত হয়েছেন। তিনি আরো জানান, দেশটির উচ্চ আদালতে প্রায় দুই শতাধিক নারী বিচারক কাজ করছেন।

কাবুল পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মূখপাত্র জামশিদ রসুলি বলেছেন, ওই দুই নারী সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন।

সাম্প্রতিক মাসগুলিতে আফগানিস্তান জুড়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে কাবুলে হাই প্রোফাইলের লোকদের চিহ্নিত করে হত্যার নতুন ধারা শহরটিতে ভয় ও বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়েছে।

পেন্টাগন আফগানিস্তানে মার্কিন সৈন্য সংখ্যা কমিয়ে আড়াই হাজার করার ঘোষণা দেওয়ার মাত্র দু’দিন পরে এ হামলার ঘটনা ঘটলো। দুই দশকের মধ্যে আফগানিস্তানে এটাই সর্বনিম্ন মার্কিনি সৈন্য সংখ্যা।

শেয়ার