Top
সর্বশেষ

আদালতের বারান্দায় আসামীকে মারধর

০৭ জুন, ২০২২ ১১:৩৭ পূর্বাহ্ণ
আদালতের বারান্দায় আসামীকে মারধর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় আসামীকে মারধরের অভিযোগ উঠেছে আদালতে কর্মরত কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে। সোমবার (০৬ জুন) সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় তলার বারান্দায় এঘটনা ঘটে।

মারধরের শিকার একটি মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ০১নং ওয়ার্ডের নয়াগোলা উত্তর ভবানীপুর গ্রামের মৃত সাজ্জাত আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮)। তিনি বর্তমানে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের অফিস সহায়ক পদে কর্মরত রয়েছেন। তবে এর আগে তিনি চাঁপাইনবাবগঞ্জ আদালতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার আসামী সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম একটি মামলার হাজিরা দিতে সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন। চীফ জুডিসিয়াল আদালতের তৃতীয় তলায় গেলে তাকে হঠাৎ করে কয়েকজন মিলে মারধর শুরু করে। এসময় উপস্থিত লোকজন তাকে উদ্বার করে ও হামলাকারীরা শফিকুলকে ছেড়ে দেয়। এসময় তার পাঞ্জাবি ছিড়ে যায় ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়।

শফিকুল ইসলাম বলেন, একটি পিটিশন মামলায় হাজিরা দিতে আসলে চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের জারীকারক গিসারত আলী, মুকুল আলী, অতিরিক্ত জেলা জজের অফিস সহায়ক রুবেল আলী আমাকে এলোপাথারী কিলঘুশি মারা শুরু করে। এমনকি আমাকে পায়ের সেন্ডেল দিয়েও মারতে থাকে। শরীরের কাপড় ছিড়ে বিবস্ত্র করে ফেলে।

তিনি আরও বলেন, আদালতের বারান্দায় কিভাবে তারা এমন কাজ করার সাহস পেল? আমি এর বিচার চাই। জেলা জজ আদালতের পেশকার ইয়ামিন করিব ডলারের নির্দেশে এই হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, একটি মামলার কাজে আদালতে এসেছিলাম৷ হঠাৎ চিৎকার ও গন্ডগোলের আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখি, কয়েকজন মিলে একজন পাঞ্জাবি পরিহিত লোককে মারধর করছে। পরে আরও কিছু লোকজন আসলে সেই লোককে উদ্বার করি। আদালতের বারান্দায় এমন ঘটনায় আমি অবাক হয়েছি! এখানে আসে সবাই বিচার পেতে। আর এখানেই এমন কাজ বেমানান ও ন্যাক্কারজনক।

এবিষয়ে কথা বলতে জেলা জজ আদালতের পেশকার ইয়ামিন করিব ডলার ও মুকুল আলীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কাউকেই পাওয়া যায়নি। আদালত চত্বরে মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, আদালতের একজন বিচারক। তিনি জানান, আদালতের বারান্দায় এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক। দ্রুত এব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ আদালতে কর্মরত থাকা অবস্থায় শফিকুল ইসলামের সাথে তাদের বিরোধ ছিল। এর সূত্র ধরেই সোমবার আদালতের বারান্দায় হামলার ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জ আদালত পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহসিন মিয়া বলেন, এবিষয়ে আমার তেমন কিছু জানা নেই।

শেয়ার