Top
সর্বশেষ

তিন দফা দাবিতে চট্টগ্রামে সিএন্ডএফ নেতাদের কর্মবিরতি

০৭ জুন, ২০২২ ১:১৯ অপরাহ্ণ
তিন দফা দাবিতে চট্টগ্রামে সিএন্ডএফ নেতাদের কর্মবিরতি
চট্টগ্রাম প্রতিনিধি :

পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা অনুযায়ী কাজে যাচ্ছেন না সিএন্ডএফ এজেন্টরা। এতে পুরো একদিনের কাস্টম কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কাস্টম হাউজ কমিশনার।
মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে কর্মবিরতি পালন করছে সিএন্ডএফ অ্যাসোসিয়েশন।

সোমবার (৬ জুন) কেন্দ্রীয় কমিটির ঘোষণায় এ কর্মবিরতি চলছে। সিএন্ডএফ মালিকদের দাবি, জাতীয় রাজস্ব বোর্ড মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে এইচএস কোড (পণ্যের পরিচিতি নম্বর) এবং সিপিসি নির্ধারণে প্রণীত আইন বাতিল করা প্রয়োজন।

চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রথম সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, সারা দেশের সব শুল্ক ভবন ও স্টেশনে আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে আমরা চট্টগ্রাম কাস্টম হাউসের মূল গেটে অবস্থান নিয়েছি। আজ আমরা বিল এন্ট্রি দাখিল, শুল্কায়ন, ব্যাংক ড্রাফট, পে অর্ডার জমাসহ কোনো কাজই করব না। সিঅ্যান্ডএফ এজেন্টদের দাবি একটাই, সম্মানের সঙ্গে ব্যবসা করতে দিতে হবে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টম কমিশনার ম. ফখরুল আলম বলেন, সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতিতে কাস্টম কার্যক্রম স্বাভাবিকভাবে ব্যাহত হচ্ছে। আমাদের যে ফাইলগুলো আজকে এসেসমেন্ট করার কথা তা আমরা করতে পারছি না। এতে আমরা কাজের গতি হারাচ্ছি।

শেয়ার