Top
সর্বশেষ

আমদানি-রপ্তানি বন্ধ আখাউড়া স্থলবন্দরে

০৭ জুন, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ
আমদানি-রপ্তানি বন্ধ আখাউড়া স্থলবন্দরে
নিজস্ব প্রতিবেদক :

সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার (০৭ জুন) সকাল থেকে বাংলাদেশ ফেডারেশন অব সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ডাকে চলা কর্মবিরতির ফলে স্থলবন্দরে অন্তত ৫টি পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে। এছাড়া কর্মবিরতির ফলে বন্দর দিয়ে অন্তত ৩ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা জানান, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা-২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিতর্কিত আইন বাতিলের দাবিতে সারাদেশেই কর্মবিরতি চলছে। আজ সারাদিন এ কর্মবিরতি চলবে।

শেয়ার