Top

জয়পুরহাটে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

০৭ জুন, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ
জয়পুরহাটে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি :

আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদ বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে জয়পুরহাটে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার দোগাছি এলাকায় শতাধিক কৃষক নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট সুগার মিলের মহা ব্যবস্থাপক (কৃষি) তারেক ফরহাদ, বিএসআরআই)’র প্রধান বৈজ্ঞানিক কমকর্তা ও প্রকল্প পরিচালক ড. আবু তাহের সুহেল, বিএসআরআই’র বৈজ্ঞানিক কমকর্তা রাশেদুল ইসলাম পাভেল ও বিএসআরআই’র উপকেন্দ্রের উদ্ধতন বৈজ্ঞানিক কমকর্তা শহিদুল ইসলাম ও বৈজ্ঞানিক কমকর্তা সানোয়ার হোসেন।

আখের সাথে কিভাবে সাথী ফসল চাষ করে বেশি লাভবান হওয়া যায়, মাঠ দিবসে সে বিষয়ের উপর কৃষকদের পরামর্শ দেওয়া হয়। মাঠ দিবসে আখের মূল্য বৃদ্ধি করার দাবি জানান কৃষকরা।

শেয়ার