Top
সর্বশেষ

কুড়িগ্রামে দলিত ও প্রতিবন্ধীদের মাঝে দুই হাজার কম্বল বিতরণ

১৭ জানুয়ারি, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ
কুড়িগ্রামে দলিত ও প্রতিবন্ধীদের মাঝে দুই হাজার কম্বল বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে দুই হাজার দলিত, প্রতিবন্ধী ও হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড’ র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এজেডএম সালেহ, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।

ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ঢাকা ভিত্তিক হিল ফউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রাম প্রেসক্লাব মিডিয়া পার্টনার হিসেবে সদরের পৌরসভা এলাকায় দুই হাজার হতদরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করে।

শেয়ার