Top
সর্বশেষ

বরিশালে মাহেন্দ্রা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

০৭ জুন, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ
বরিশালে মাহেন্দ্রা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বরিশাল প্রতিনিধি :

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় নিজ ঘর থেকে দুই সন্তানের জনক এক মাহেন্দ্রা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুন) বেলা ১২ টায় উপজেলার দক্ষিণ বাটাজোর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহেন্দ্রা চালকের নাম হাসান ফকির (৩০)। সে ঐ এলাকার জলিল ফকিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন।

নিহতের পিতা জলিল ফকির জানান, মঙ্গলবার সকালে গ্রামীণ ব্যাংকের এক কর্মী এসে হাসানকে ফোন দিয়ে না পেয়ে আমাকে জানায়। পরবর্তীতে তার (হাসান) বসতঘরের দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে চিৎকার শুরু করি। এসময় স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি পুলিশকে জানায়।

তিনি আরও জানান, তার ছেলে পেশায় একজন মাহেন্দ্রা চালক ছিলেন। গত তিনদিন পূর্বে হাসানের সাথে তার স্ত্রী ঝুমুর বেগমের দাম্পত্য কলহের কারণে সন্তানদের নিয়ে ঝুমুর তার এক নিকট আত্মীয়ের বাড়িতে অবস্থান করছে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার