Top
সর্বশেষ

সাংবাদিক ফজলে এলাহী’র নিঃশর্ত মুক্তির দাবীতে বান্দরবানের মানববন্ধন

০৮ জুন, ২০২২ ১:২১ অপরাহ্ণ
সাংবাদিক ফজলে এলাহী’র নিঃশর্ত মুক্তির দাবীতে বান্দরবানের মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি :

সারাদেশে সাংবাদিক নির্যাতন- নিপীড়ন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ দৈনিক কালের কণ্ঠ ও এনটিভি রাঙ্গামাটি জেলার প্রতিনিধি সাংবাদিক ফজলে এলাহী’র নিঃশর্ত মুক্তির দাবীতে বান্দরবানের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৮ জুন সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে জেলা কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান প্রেস ইউনিটের সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আল ফয়সাল বিকাশ।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে পাহাড়ে সাংবাদিক কমল সৈনিক ফজলে এলাহীকে অন্যায়ভাবে জেল হাজতে পাঠানো হয়েছে। তাঁর অপরাধ তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলতেন। তাই আমরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি পাশাপাশি তাঁর মুক্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে ভোরের কাগজ প্রতিনিধি মংসানু, আরটিভি প্রতিনিধি সাফায়েত, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রতিনিধি মংখিং, সহ জেলা কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৭ জুন মঙ্গলবার সন্ধ্যায় ২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ফজলে এলাহীকে গ্রেফতার করে রাঙ্গামাটির কোতয়ালি থানা পুলিশ।

শেয়ার