Top
সর্বশেষ
সুরের ভোল্টে অভিযানে এসে পেছনের দরজা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন দুদক কর্মকর্তারা ২৫ দিনে দেশে এলো ২০ হাজার কোটি টাকার প্রবাসী আয় ব্যাংক থেকে ১৭ বিলিয়ন ডলার লুট হাসিনা ঘনিষ্ঠদের, তদন্তে অডিটর নিয়োগ ন্যাশনাল ব্যাংকের এমডি ও ডিএমডির পদত্যাগ বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আ.লীগকে উৎসাহিত করবে: আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ গাজায় প্রচণ্ড ঠান্ডায় ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত `জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের হামলা, সমন্বয়কসহ আহত ৫

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিধবার মৃত্যু

১৭ জানুয়ারি, ২০২১ ৫:২৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিধবার মৃত্যু

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ বাজার এলাকায় রোববার (১৭ জানুয়ারি) দুপুরে বিধবা ভাতার টাকা উত্তোলন করতে যাওয়ার পথে প্রাইভেটকার চাপায় বেজারি রানী (৫৫) নামে এক বিধবা নিহত হয়েছেন।

নিহত বেজারি রানী উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের মৃত কমলের স্ত্রী। হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল ইসলাম জানান, বিধবা ভাতার টাকা উত্তোলনের জন্য বেজারি রানী নামের ওই বিধবা নারী দবিরগঞ্জ বাজারে ব্যাংক এশিয়ায় (এজেন্ট শাখায়) যাচ্ছিলেন।

দুপুর দেড়টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রতগতির প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং ঘাতক যানবাহন সম্পর্কেও কেউ কিছু বলতে পারেনি বলে জানান তিনি।

শেয়ার