Top

পত্রিকা টকশো করলে ডিক্লারেশনের বরখেলাপ হয় : তথ্যমন্ত্রী

০৮ জুন, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
পত্রিকা টকশো করলে ডিক্লারেশনের বরখেলাপ হয় : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :

দৈনিক পত্রিকাগুলো অনলাইন প্ল্যাটফর্মে টকশো করলে তাদের ডিক্লারেশনের শর্ত ভঙ্গ হয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

বুধবার (৮ জুন) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (এটকো) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, পত্রিকা যদি টকশো করে তাহলে তো সেটি পত্রিকার ডিক্লারেশনের বরখেলাপ হয়। পত্রিকার ডিক্লারেশনে তো টকশো করার অনুমতি নেই।

তিনি বলেন, তবে হ্যা যদি নিউজ সম্পর্কিত ভিডিও ক্লিপ যদি যায়, সেটিতে আমি তেমন সমস্যার কিছু দেখি না। নিউজ যেটা হচ্ছে সেটার সাথে ভিডিও ক্লিপ যেতেই পারে। এটি বিভিন্ন দেশে হয়ে থাকে। তবে রীতিমত টকশো! আবার অনেকে নিউজরুম খুলে বুলেটিন প্রচার করে, যা কোনোভাবেই কাম্য নয়। এটি ডিক্লারেশনের যে নীতি আছে, তার বরখেলাপ।

 

বিপি/আইএইচ

শেয়ার