Top
সর্বশেষ

প্রধানমন্ত্র‍ীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে শেরপুরে দিনব্যাপি কর্মশালা

০৮ জুন, ২০২২ ৬:৩৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্র‍ীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে শেরপুরে দিনব্যাপি কর্মশালা
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

প্রধানমন্ত্র‍ীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে শেরপুর সদর উপজেলায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন বুধবার সকাল ১০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক উপস্থাপনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তামারা তাসবিহা।

এ কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্র‍তিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সেচ্ছাসেবক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

বিপি/এসকে

শেয়ার