Top
সর্বশেষ

কুয়াকাটায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, আটক ১০

০৮ জুন, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ
কুয়াকাটায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, আটক ১০
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। গতকাল সন্ধ্যায় চর বিজয় সংলগ্ন সাগর থেকে তাদের আটক করা হয়। পরে রাতেই এসব জেলেদের কাছ থেকে ৭৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

এবং তারা আর নিষেধাজ্ঞা কালীন সময়ে সাগরে মাছ শিকার করবেনা বলে মুচলেখা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটটকৃত জেলেরা হলো আমির হোসেন, রিয়াজ ফরাজী, জাকির হোসেন, তারেক সরদার, মনির আকন, আজু, মাসুদ, মামুন, বাসু ও সিদ্দিক।

বিপি/এসকে

শেয়ার