Top

বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে নজর

০৯ জুন, ২০২২ ১:৫৭ অপরাহ্ণ
বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে নজর
নিজস্ব প্রতিবেদক :

বাজেটে তরুণ প্রজন্মের জন্য বিভিন্ন ধরনের করের হার কমিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির পদক্ষেপ নেওয়া হয়েছে। করপোরেট কর আরও কমানো হতে পারে। কারণ, কর্মসংস্থান না হলে মূল্যস্ফীতি আরও বাড়বে। আর কর বেশি থাকলে উৎপাদনমুখী কারখানার জন্য বেশি সমস্যা। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেই সরকারের মূল নজর। অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা অর্জন করা।

এই বাজেটে আগের চেয়ে ৪৫ হাজার কোটি টাকা বেশি আয়ের লক্ষ্য ঠিক করা হয়েছে। এটাও অর্জন করা সম্ভব। দেশে চার কোটি মানুষ আছেন মধ্যবিত্ত। তাঁদের কথাও চিন্তায় আছে। করের আওতায় আসার যোগ্য অনেকেই আছেন তাঁদের মধ্যে। তাঁদের কাছে পুরোপুরিভাবে পৌঁছানো যায়নি । এখন পৌঁছাতে হবে। বিষয়টিতে ভবিষ্যতে জোরদার হবে। তাঁরা নিজেরাই কর দিতে আসবেন।

বিপি/আইএইচ

শেয়ার