Top
সর্বশেষ

আরও ১৩ দেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির প্রত্যাশা

০৯ জুন, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ
আরও ১৩ দেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির প্রত্যাশা

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আরও ১৩টি দেশের সঙ্গে নতুন করে মুক্তবাণিজ্য চুক্তির প্রত্যাশা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার এ বাজেট প্রস্তাব করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রেক্ষাপটে বাণিজ্য ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকার দ্বিপাক্ষিক মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পাদনের নীতি গ্রহণ করেছে। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রিফেরেন্টিয়াল মার্কেট অ্যাকসেস অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সংক্রান্ত কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে ভুটানের সঙ্গে বাংলাদেশ অগ্রাধিকারমূলক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষর করেছে, যার আওতায় ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশের বাজারে ও বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে।

পাশাপাশি, বাণিজ্য সম্ভাবনাময় ১৩টি দেশ/বাণিজ্য সংস্থা, যেমন ভারত, চীন, জাপান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, নেপাল, ইউএসএ, কানাডা, ইউরেশিয়ান ইকনোমিক ইউনিয়ন, আসিয়ান ও দক্ষিণ আমেরিকার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রাধিকার তালিকা প্রণয়ন করা হয়েছে।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্ভাবনাময় বিভিন্ন দেশ ও জোটের সাথে দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে রিজিওনাল ট্রেড এগ্রিমেন্ট পলিসি গাইডলাইনের প্রাথমিক খসড়া প্রণয়ন করা হয়েছে।

কোভিড-১৯ অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার হচ্ছে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এবারের বাজেটের আকার যেমন বড়, তেমনি এ বাজেটে ঘাটতিও ধরা হয়েছে বড়।

অনুদান বাদে এই বাজেটের ঘাটতি দুই লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা, যা জিডিপির সাড়ে ৫ শতাংশের সমান। আর অনুদানসহ বাজেট ঘাটতির পরিমাণ দুই লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ৪০ শতাংশের সমান।

এটি বর্তমান সরকারের ২৩তম এবং বাংলাদেশের ৫১তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট। বাজেটে সংগত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষিখাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাসহ বেশকিছু খাতকে।

বিপি/এএস

শেয়ার