Top
সর্বশেষ

পিরোজপুরের প্রায় সোয়া লক্ষ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

০৯ জুন, ২০২২ ৬:২৭ অপরাহ্ণ
পিরোজপুরের প্রায় সোয়া লক্ষ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের প্রায় সোয়া লক্ষ শিশুকে দেয়া হচ্ছে ভিটামিন-এ ক্যাপসুল। জেলার ৭টি উপজেলা ও ৪টি পৌরসভার ১৭০ টি কেন্দ্র থেকে এ টিকা প্রদান করা হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২ টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রদান করেন পিরোজপুরের সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইউসুফ জাকী।

সম্মেলনে সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইউসুফ জাকী জানান, শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে সারা দেশের ন্যায় পিরোজপুরেও ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লক্ষ ২৩ হাজার ৪৩২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ১-৫ বছর বয়সী ১ লক্ষ ৯ হাজার ৩৪১ জনকে লাল রঙের এবং ১৪ হাজার ৯১ জনকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নেয়া হয়েছে।

পিরোজপুর জেলার ৭টি উপজেলায় মোট ১৭০টি কেন্দ্র থেকে ৩৪০ জন কর্মী এ সেবা প্রদান করবেন বলে জানান সিভিল সার্জন।

এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অধিদপ্তরের উপপরিচালক শাহ আলম বাদশা, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

শেয়ার