Top
সর্বশেষ

বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

১০ জুন, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি :

ভারতীয় বিজেপি সরকারের মুখপাত্র নুপুর শর্মা কর্তৃক বিশ^ নবী হযরত মোহাম্মদ(সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং দোষীদের ফাসিঁর দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদসহ কয়েকটি ইসলামিক সংগঠনের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় হাজারো মুসলিম জনতার মিছিল ও বিক্ষোভের কারণে ঘন্টাব্যাপী যানজটের সৃস্টি হয়। জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা
মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল রকিব(বিশ্বম্ভরপুরী)’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,মাওলানা আব্দুল বছির, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুফতি আব্দুল হক, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা দিলোয়ার হোসেন,মাওলানা রফিক আহমদ,মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেছেন,বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারীর বিরুদ্ধে ভারতীয় রাষ্টদূতকে ডেকে এনে প্রতিবাদ জানানোর পাশাপাশি জাতীয় সংসদে নিন্দা প্রস্তার পাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানান।

তারা ভারতীয় সকল প্রকার পন্য বর্জনে দেশবাসীর প্রতি আহবান জানান এবং কটুক্তিকারী নুপুর শর্মাসহ সকল অপরাধিকে  দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবী জানান। অন্যতায় তৌহিদি জনতা আগামীতে রাজপথে থেকে আন্দোলন আরো জোরদার করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

বিপি/এসকে

শেয়ার