Top
সর্বশেষ

মহানবীকে নিয়ে বিজেপি নেত্রীর ধৃষ্টতা : চট্টগ্রামজুড়ে বিক্ষোভ

১০ জুন, ২০২২ ৯:০৫ অপরাহ্ণ
মহানবীকে নিয়ে বিজেপি নেত্রীর ধৃষ্টতা : চট্টগ্রামজুড়ে বিক্ষোভ
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম  :
মহানবীকে নিয়ে বিজেপি নেত্রীর ধৃষ্টতা, প্রতিবাদে চট্টগ্রামজুড়ে বিক্ষোভ মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামে বিভিন্ন মসজিদ থেকে বের হয়েছে বিক্ষোভ মিছিল।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা।
শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা, জমিয়তুল ফালাহসহ বিভিন্ন মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা।
জুমার নামাজের পর পর নগরের ওয়াসা চত্বরে ইসলামী আন্দোলন, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউছিয়া কমিটি, মুসল্লি কমিটিসহ নানান ব্যানারে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে মুসল্লিদের ঢল নামে।
এদিকে জুমার নামাজের আগে বিভিন্ন মসজিদে খুতবায় ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতাদের এমন ন্যাক্কারজনক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়।
বক্তারা বলেন, ‘বাংলাদেশে মুসলিম অধ্যুষিত দেশ। আমাদের দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম। প্রধানমন্ত্রীও একজন ধর্মভীরু মানুষ। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী-এমপিরাও প্রায় সময় ইসলামের প্রতি গভীর আস্থা, বিশ্বাস ও ভালবাসার কথা তুলে ধরেন। অথচ ভারতে ইসলামের নবীকে এতো গুরুতর অবমাননার ঘটনায় বাংলাদেশ সরকারের সম্পূর্ণ নীরবতায় দেশবাসী হতাশ।’
প্রসঙ্গত, সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। যা নিয়ে দেশ-বিদেশে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠেছে।
শেয়ার