Top
সর্বশেষ

বিশ্বের ৮০ দেশে সফটওয়্যার রফতানি করবে বাংলাদেশ

১১ জুন, ২০২২ ১০:৪২ পূর্বাহ্ণ
বিশ্বের ৮০ দেশে সফটওয়্যার রফতানি করবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :

বিলিং সফটওয়্যারটির দেশীয় বাজার বড় হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আফ্রিকার বাজার টার্গেট করেই সংশ্লিষ্টরা এগুচ্ছে বলে জানা গেছে। তথ্যপ্রযুক্তির নতুন বাজার আফ্রিকাতে প্রবেশ আরও বাড়বে বলে মনে করেন ।

বিশ্বের ৮০টি দেশে বিভিন্ন ধরনের সফটওয়্যার রফতানি করে বাংলাদেশ। পাশাপাশি শক্তিশালী অবস্থানে যাচ্ছে দেশীয় সফটওয়্যারের বাজার। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোও ব্যবহার করছে দেশে তৈরি সফটওয়্যার। অন্যান্য সফটওয়্যারের পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশে বিলিং সফটওয়্যার (আইজিডাব্লিউ, আইসিএক্সের বিল তৈরির জন্য) তৈরি হচ্ছে, রফতানিও হচ্ছে।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এটা অবশ্যই সুখবর। আমি সারাজীবন আন্দোলন করেছি দেশি সফটওয়্যার ব্যবহার করতে হবে। যে সফটওয়্যার আমরা তৈরি করতে পারি তা যেন বিদেশ থেকে আনা না হয়। বিলিং সফটওয়্যারের মতো সফটওয়্যার দেশেই তৈরি হচ্ছে। বিশ্বের ৮০টি দেশে আমরা সফটওয়্যার রফতানি করছি। বিলিং সফটওয়্যারও বিদেশে রফতানি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, গত অর্থ বছরে আমরা ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের সফটওয়্যার রফতানি করেছি। চলতি অর্থ বছরে তা ১ দশমিক ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। আমাদের লক্ষ্য ২০২৪ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলারের সফটওয়্যার ও সেবা পণ্যের রফতানি। সফটওয়্যার এক সময় আমদানিনির্ভর ছিল উল্লেখ করে তিনি বলেন, এখন আমরাই তৈরি করছি। রফতানিও হবে। তিনি আরও বলেন, সফটওয়্যারের বাজার বৃদ্ধি হয় দুইভাবে। এক. অর্গানিক গ্রোথ, দুই পুশ গ্রোথ। পুশ করতে হবে। পুশ না করলে বাজার বড় হবে না বলে তিনি জানান।

দেশীয় প্রতিষ্ঠান রিভ সিস্টেমস, স্পেক্ট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম, বি-ট্র্যাক সলিউশন্স লিমিটেড ও আইবিসিএস-প্রাইমেক্স ইত্যাদি প্রতিষ্ঠান ২০১২ সাল থেকে বিলিং সফটওয়্যার তৈরি করছে। স্থানীয় কোম্পানি সক্ষমতা থাকায় আইজিডাব্লিউ, আইসিএক্স’র সফটওয়্যার সেবা প্রদান করছে।

জানা যায়, বর্তমানে দেশীয় কোম্পানির তৈরি করা বিলিং সিস্টেমস ব্যবহার করছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। যেখানে প্রতিদিন সব আইসিএক্স’র সিডিআর (কল ডিটেইল রেকর্ড) প্রসেসিং করা হচ্ছে। প্রতিদিন প্রায় ২৫০ মিলিয়ন সিডিআর প্রসেসিং করা হচ্ছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারত, নাইজেরিয়া, ঘানা ইত্যাদি দেশে বিলিং সফটওয়্যার রফতানি হয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বিলিং সফটওয়্যার কিনতে যাচ্ছে। টেন্ডার আহ্বানও করেছে। সেখান থেকে সফটওয়্যার নিয়ে বিটিসিএল নিজেকে অন্য উচ্চতায় নিতে চায় বলে জানিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন। তিনি বলেন, আমরা উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে এই সফটওয়্যার নিতে চাই। তিনি আরও বলেন, দেশি বা বিদেশি যেসব প্রতিষ্ঠান আমাদের চাওয়ার মধ্যে সফটওয়্যারটি দেবে, তাদের কাছ থেকেই আমরা নেবো। তিনি জানান, ৪টি প্রতিষ্ঠান টেন্ডারে অংশ নিয়েছে। এর মধ্যে বাংলাদেশি প্রতিষ্ঠানও আছে। জানা গেছে, বিটিসিএল আইসিএক্স, আইজিডাব্লিউ আইওএস ও এএনএস গেটওয়ের জন্য সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিংয়ের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে এই সফটওয়্যার কেনার উদ্যোগ নিয়েছে।

 

বিপি/ আইএইচ

শেয়ার