Top

ঝালকাঠিতে বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যে বিক্ষোভ

১১ জুন, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ণ
ঝালকাঠিতে বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যে বিক্ষোভ
ঝালকাঠি প্রতিনিধি :

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং উম্মুল মুমিনীন আয়েশা রা.-এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজ শুক্রবার সারদিনে ব্যপি ঝালকাঠির বিভিন্ন স্হানে বিক্ষোভ মিছিল করা হয়।

ভারতের ক্ষমতাশীল দল বিজেপির দুই নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং উম্মুল মুমিনীন আয়েশা রা.-এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে গতকাল ১০ জুন শুক্রবার ঝালকাঠিতে জুমার নামাজের পরে এবং বিকাল ৫ টায় ঝালকাঠি জেলা শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দেয় মিছিল দুটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও ঝালকাঠি সদরের শেখেরহাট ইউনিয়নে বিকাল ৫ :৩০ তথা আছরবাদ শেখেরহাট আদর্শ যুব সমাজে বাস্তবায়ন পরিষদের উদ্দোগে প্রায় ২ হাজার মুছুল্লি ও সর্বস্তরের জনগন শান্তিপূর্ন ভাবে বিক্ষোব মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি শেখেরহাট ম্যজিকস্টান্ড হয়ে বাজারে হয়ে আবার ম্যজিক স্টান্ডে এসে শেষ হয়।

মিছিলের সময় শান্তিপূর্ন করার লক্ষে প্রশাসন মিছিলের আশেপাশে ছিল। বিক্ষোভ মিছিল শেষে বিভিন্ন মাদ্রাসার সুপার, সহ সুপার এবং ওলামা একরামগনরা এর তিব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়ে সম্পতি করেন

বিপি/এএস

শেয়ার