Top

ট্রেনে আগুন, ঢাকা সিলেট ট্রেন যোগাযোগ বন্ধ

১১ জুন, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ
ট্রেনে আগুন, ঢাকা সিলেট ট্রেন যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক :

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের বগিতে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (১১ জুন) দুপুর একটার দিকে উপজেলার শমসেরনগর বিমানবন্দর এলাকার পতনউষার বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আগুন নেভানোর জন্য কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছে কমলগঞ্জ ফায়ার সার্ভিস অফিস । কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মৌলভীবাজার ও শ্রীমঙ্গল থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গেছে।

প্রতক্ষদর্শীরা জানান, ট্রেনের আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করছে। আগুন তীব্র হচ্ছে। এখনও কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

বিপি/ আইএইচ

শেয়ার