Top
সর্বশেষ

শেরপুরে কিশোরীদের কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

১১ জুন, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
শেরপুরে কিশোরীদের কারাতে প্রশিক্ষণের উদ্বোধন
হাফিজুর রহমান লাভলু,শেরপুর :

শেরপুরে কিশোরীদের আত্মরক্ষামুলক দক্ষতা উন্নয়নে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগের আয়োজনে ১০ জুন শুক্রবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ইনডোর স্টেডিয়ামে দুই মাসব্যাপী এ কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অন্যানের মাঝে উদ্দীপনামুল বক্তব্য রাখেন জেলা মহিলা সংস্থার সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো, মডেল গার্লস কলেজের অধ্যক্ষ তপন সারোয়ার, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকার কারুয়া শিবু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিফট ইনচার্জ শিক্ষিকা হোস্নে আরা প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন নারী নেত্রী আঞ্জুমান আরা যুথী, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, বিতার্কিক এসএম ইতমিয়াজ চৌধুরী শৈবাল, যুব ভলান্টিয়ার শুভংকর সাহা, সুস্মিতা পাল, শিক্ষক আবু তারেক, জনউদ্যোগ সদস্যসচিব হাকিম বাবুল প্রমুখ। অনুষ্ঠানে শহর আ’লীগের সভাপতি প্রকাশ দত্ত, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, ব্যাংকার-ক্রীড়া সংগঠক জাকির হোসেন বাবুল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কহিনুর বেগম বিদ্যুৎ, সাবেক কাউন্সিলর বাদশা মিয়া, সাংবাদিক বুলবুল আহম্মেদ সহ স্থানীয় ক্রীড়া সংগঠক, শিক্ষক, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

কারাতে প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে রয়েছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সোতোকান কারাতে ব্ল্যাক বেল্ট ড্যান-১ প্রাপ্ত সানোয়ার হোসেন। সপ্তাহে ৪ দিন করে ২ মাস ব্যাপী এ প্রশিক্ষণে শেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষনটি আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন, শেরপুর, ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), জেলা ক্রীড়া সংস্থা, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অতিথিরা বলেন, এ কারাতে প্রশিক্ষণ নারীদের আত্মবিশ্বাসী করবে। নারীরা আত্মশক্তিতে বলিয়ান হবে। যাতে ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতন প্রতিরোধে ভুমিকা রাখবে। তারা এ ধরনের আয়োজনের জন্য জনউদ্যোগ কমিটিকে ধন্যবাদ জানান।

শেয়ার