Top
সর্বশেষ

বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চরভদ্রাসনে মানববন্ধন

১১ জুন, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চরভদ্রাসনে মানববন্ধন
চরভদ্রাসন (ফরিদপুর)প্রতিনিধি :

ভারতের ক্ষমতাসীন দলের দুইজন নেতা মহানবী হযরত মুহাম্মদ(সা.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ফরিদপুরের চরভদ্রাসন উলামা পরিষদ।শনিবার (১১ জুন) সকাল দশটা হতে বেলা এগারোটা পর্যন্ত চরভদ্রাসন সদর বাজারের প্রধান সড়কের দুইপাশে সহশ্রাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

চরভদ্রাসন উলামা পরিষদের সভাপতি মুফতি জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উলামা পরিষদের জেষ্ঠ উপদেষ্টা হাফেজ নোমান মানসুর,উপদেষ্টা হাফেজ আ. মান্নান,মাওলানা জহুরুল হক,সাধারন সম্পাদক মাও. ওবায়দুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মওলানা জামিল আহম্মদ, জাহাঙ্গীর আলম ফাহিম, হাফেজ আ. কাইয়ূম ও নাইমূল ইসলাম প্রমূখ।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে চলমান জাতীয় সংসদ অধিবেশনে একটি নিন্দা প্রস্তাব আনার দাবী জানান এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে এ মানববন্ধন কর্মসূচী সমাপ্ত ঘোষণা করা হয়।

শেয়ার