Top

সিলেটজুড়ে ইউপি চেয়ারম্যানের ভাইরাল মন্তব্যে তোলপাড়

১১ জুন, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ
সিলেটজুড়ে ইউপি চেয়ারম্যানের ভাইরাল মন্তব্যে তোলপাড়
মিলাদ জয়নুল, সিলেট :

বাজারে অথবা রাস্থায় অপ্রাপ্তবয়স্ক ছাত্রদের হাতে মোবাইল ফোন পেলে কেড়ে নেওয়ার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান।

বৃহস্পতিবার (৯ জুন) রাতে তিনি ব্যক্তিগত আইডি থেকে স্ট্যাটাসটি দেন। চেয়ারম্যানের এই স্ট্যাটাসে সিলেটজুড়ে তোলপাড় চলছে।

ইউনিয়নবাসীকে উদ্দেশ করে ইউপি চেয়ারম্যান লেখেন, ‘ষষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীর অভিভাবক এবং শিক্ষকদের প্রতি বিনীত অনুরোধ, আপনার সন্তানের হাতে অযথা স্মার্টফোন তুলে দেবেন না।

একটি স্মার্টফোনই আপনার সন্তানের ধ্বংসের কারণ হতে পারে। আসুন আমাদের সন্তানদের মোবাইল গেম না শিখিয়ে ভালোভাবে পড়ালেখা শেখাই, যাতে তারা স্মার্টফোনের নতুন নতুন আ্যপস তৈরি করে জাতিকে প্রযুক্তি জগতে নতুন কিছু উপহার দিতে পারে। কোন শিক্ষার্থী স্ন্যাপচ্যাট, ইন্সটাগ্রাম, টিকটক, ইউটিউব ও ফেসবুক ব্যবহার করছে কি-না তা অভিভাবক এবং সম্মানিত সব শিক্ষকদের নজরদারিতে রাখার বিনীত অনুরোধ করছি। আমাদের সন্তানেরাই হোক আগামী পৃথিবীর এক বিশুদ্ধ নির্মাতা।

কথা দিলাম, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবসময় আপনাদের পাশে থাকবো।’ শেষের একটি অংশে তিনি লেখেন, ‘রাস্থায় অথবা বাজারে কোনও অপ্রাপ্তবয়স্ক ছাত্রের হাতে যদি আমি মোবাইল পাই, তাহলে সরাসরি তা কেড়ে নেবো।’ শুক্রবার এই বিষয়ে ইউপি চেয়ারম্যান খলকুর রহমান দাবি করেন, ‘আমি ফেসবুকে
পোস্ট দেওয়ার পর অনেক অভিভাবক ধন্যবাদ জানিয়েছেন। এ জন্য আমি সবার সহযোগিতা চাই।’

তিনি বলেন, ‘আমার ইউনিয়নের আওতাধীন প্রাইমারি ও হাইস্কুলে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে ক্লাসরুমগুলোতে অভিযান চালাবো। বিশেষ করে নবম ও দশম শ্রেণিতে অভিযান শুরু করবো।’

শেয়ার