Top
সর্বশেষ

লিভারপুল-ম্যানইউ, বিগ ম্যাচে বড় হতাশা

১৮ জানুয়ারি, ২০২১ ১১:০১ পূর্বাহ্ণ
লিভারপুল-ম্যানইউ, বিগ ম্যাচে বড় হতাশা

হাইভোল্টেজ ম্যাচের মান রক্ষা করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড আর লিভারপুল। পালা করে দাপট দেখালেও গোলশূন্য ড্র করেছে দু’দল।

রেড ডেভিলদের মুখোমুখি অলরেডরা। লাল দুর্গের লড়াই। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় লড়াইগুলোর একটি। মাঠের ৯০ মিনিটে পালা করে চলেছে শো-ডাউন; তবে ফাইনাল স্কোরলাইনটা দেখে সবাই নিশ্চিতভাবেই ছেড়েছেন দীর্ঘশ্বাস।

অ্যানফিল্ডে ১৭ মিনিটেই এগিয়ে যেতে পারতো লিভারপুল। তবে রবের্তো ফিরমিনো শটটা লক্ষ্যে রাখতে ব্যর্থ।

খানিক বাদে শাকিরির শটটা লক্ষ্যে থাকলেও ডিফেন্ডারের গায়ে লেগে বাঁচিয়ে দেয় ইউনাইটেডকে। ২৫ মিনিটে আরেকটা সুযোগ এসেছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে। তবে হ্যারি ম্যাগুইয়ারের ভুলটা থেকে সুবিধা আদায় করতে পারেননি জর্জিনিয়ো।

৭৫ মিনিটে আলিসনের দৃঢ়তায় বেঁচে যায় লিভারপুল। ব্রুনো ফার্নান্দেসের শটটা ঠেকিয়ে দেন অ্যালিসন।

তবে ম্যাচের সবচেয়ে পরিষ্কার সুযোগটা ৮৩ মিনিটে আসে ইউনাইটেডের পক্ষে। ডি-বক্সে পল পগবার শটটা ফিরিয়ে শেষ পর্যন্ত ক্লিনশিট অক্ষত রাখেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক।

হাইভোল্টেজ ম্যাচটিও শেষ হয় গোলশূন্য ড্র-তে।

১৮ ম্যাচে ৩৭ পয়েন্টে মসনদ অক্ষত রেখেছে ওলে গানার সোলশায়ার শিষ্যরা। আর সমান ম্যাচে ৩৪ পয়েন্টে ক্লপ বাহিনীর অবস্থান চারে।

শেয়ার