Top

ভূমিহীনের দাবি আদায়ে আন্দোলনের বিকল্প নেই

১২ জুন, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
ভূমিহীনের দাবি আদায়ে আন্দোলনের বিকল্প নেই
সাতক্ষীরা প্রতিনিধি :

ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ভেদাভেদ ভুলে সকলকে একসাথে একযোগে লড়াই-সংগ্রাম ও আন্দোলন করতে হবে। ভূমিহীনদের সংবিধানিক অধিকার হচ্ছে খাসজমি পাওয়ার। খাস জমি বন্দোবস্ত পেতে ভূমিহীনদের  আন্দোলন করতে হবে।
ভূমিহীন জনগনকে ভূমির অধিকার প্রতিষ্ঠায় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারলে আপনাদের দাবি আদায় হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আপনাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলনে শহীদ হন ভূমিহীননেত্রী জায়েদা। তার রক্ত বৃথা যেতে পাওে না।

বক্তারা আরো বলেন, ১৯৯৮ সালের ১৮ আগষ্ট দেবহাটার দেবীশহর ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে ভূমিহীন দরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার খাসজমি ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জেলা প্রশাসনকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।

শনিবার দুপুরে দেবহাটা উপজেলার নোড়ারচক ভূমিহীন জনপদে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন নোড়ারচক ভূমিহীন সমিতির সভাপতি আবদুল গফফার সরদার।

প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটার পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি ওহাব আলী সরদার।

বক্তব্য রাখেন নোড়ারচক ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিন, ভূমিহীন নেতা ইউপি সদস্য ইসমাইল হোসেন প্রমুখ। সমাবেশে ভূমিহীন সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার