Top
সর্বশেষ

বাজেট : কাঁচা পাটে ভর্তুকি দিতে হবে

১৩ জুন, ২০২২ ১২:০৭ অপরাহ্ণ
বাজেট : কাঁচা পাটে ভর্তুকি দিতে হবে
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) রপ্তানিনির্ভর পণ্য হিসেবে কাঁচা পাট রপ্তানি মূল্যের ওপর ১ শতাংশ উৎসে কর কর্তন করার প্রস্তাব সংশোধনের দাবি জানিয়েছে।

সংগঠনটি চায়, বাজেটের উৎসে কর শূন্য দশমিক ২৫ শতাংশ নির্ধারণ এবং আবগারি শুল্ক কমানো হোক। কাঁচা পাট রপ্তানিতে উৎসে কর এবং আবগারি শুল্ক কমানো কাঁচা পাট রপ্তানিকারকরা রপ্তানিতে উৎসাহিত হবে।

পাশাপাশি পাট খাত ও কাঁচা পাট ব্যবসায়ীদের সমস্যা সমাধানকল্পে কাঁচা পাট রপ্তানিতে প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক প্রণোদনা ও ভর্তুকিতে কাঁচা পাটকে অন্তর্ভুক্ত এবং কৃষিপণ্য ঘোষণা করার জন্য বিজেএ দাবি জানিয়েছে।

বিপি/ আইএইচ

শেয়ার