Top
সর্বশেষ

কেন্দুয়ায় অটো-সিএনজির সংঘর্ষে নিহত-১

১৩ জুন, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ
কেন্দুয়ায় অটো-সিএনজির সংঘর্ষে নিহত-১
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার কেন্দুয়া-নান্দাইল সড়কের চকপাড়া খানকা শরীফ সংলগ্ন স্থানে যাত্রীবাহী অটো ও সিএনজির সংঘর্ষে সিএনজি যাত্রী নাজমুল হক ভূঁইয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ সময় কেন্দুয়া উপজেলার পানগাঁও গ্রামের আমিনুল হকের স্ত্রী দিপালী (২২) তার শিশুপুত্র আবিব (আড়াই বছর) এবং নাজমুল হকের পুত্র আবু হানিফ (৪) মারাত্মক আহত হন।

নিহত নাজমুল হক ভূঁইয়া পাশ্ববর্তী মদন উপজেলার ত্রিয়শ্রী গ্রামের মৃত আব্দুর রহিম ভূঁইয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, সোমবার (১৩) জুন দুপুরে ময়মনসিংহ হতে কেন্দুয়ায় আসার পথে চকপাড়া খানকা শরিফের কাছে ছিলিমপুর মোড়ে যাত্রীবাহী সিএনজি ও অটোরিকসার সংঘর্ষ হয়। এতে নাজমুল হক নামে ১ জন নিহত হন এবং আহত হন ৩ জন।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জুনাঈদ আফ্রাদ, ওসি (তদন্ত) মীর মাহাবুবুর রহমানসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে উপজেলা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার