Top
সর্বশেষ

বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ

১৩ জুন, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তির প্রতিবাদে মানব বন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

সোমবার (১৩ জুন) দুপুরে নালিতাবাড়ী ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা ঐক্যপরিষদ এবং সরকারী নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে পৃথকভাবে এ কর্মসূচী পালিত হয়।

সকাল দশটা থেকে নালিতাবাড়ী ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা ঐক্যপরিষদের উদ্যোগে শহরের উত্তর বাজার প্রধান সড়কে প্রায় ঘণ্টাব্যাপী আধা কিলোমিটার দীর্ঘ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা ঐক্যপরিষদের সভাপতি মাওলানা মজিবর রহমানের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন- মাওলানা ওসমান গণি, ওবায়দুর রহমান, সাইফুল ইসলাম জিলানী, মুজাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল কায়েশ, ইসমাইল হোসেন, মুফতি তাজুল ইসলাম প্রমুখ।

এদিকে দুপুরে সরকারী নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভে বক্তাগণ মহানবী (সা.) কে কটুক্তিকারীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি সরকারকে সংসদে নিন্দা প্রস্তাব এনে এ বিষয়ে আইন প্রণয়ণের দাবী জানান।

 

শেয়ার