Top
সর্বশেষ

আনোয়ারায় নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের হামলায় আহত ২৫

১৪ জুন, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ
আনোয়ারায় নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের হামলায় আহত ২৫
আনোয়ারা  (চট্টগ্রাম) প্রতিনিধি :
আনোয়ারার পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা করতে গিয়ে স্বতন্ত্র  প্রার্থীদের সমর্থকদের হামলার শিকার হয়েছেন নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকরা। এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তা’সহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। 
সোমবার (১৩ জুন ) বিকালে উপজেলার ছত্তারহাট এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। পরে সন্ধ্যার দিকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গেলে এতে এক পুলিশ সদস্য আহত হন।
 আহতরা হচ্ছেন, আনোয়ারা উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, পুলিশ সদস্য মো. কামাল, যুবলীগ নেতা জালালসহ অন্তত ২৫ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১৫ জুন পরৈকোড়া ইউনিয়নের উপ- নির্বাচনকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় শেষ দিনে প্রচারণায় নামে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক বাবুল । তারা শোডাউন নিয়ে ছত্তারহাট বাজার গেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা পথরোধ করে হামলা চালায়। এসময় নোয়াব আলী চেয়ারম্যান, যুবলীগ নেতা জালাল, পুলিশ সদস্য কামাল সহ নৌকা প্রার্থীর লোকজন আহত হয়। এ সময় হামলাকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক বাবুল জানান, স্বতন্ত্র প্রার্থীদের লোকজন তার প্রচারণায় হামলা চালায়। এ সময় কযেকজন চেয়ারম্যান, পুলিশ সহ তার অন্তত ২৫ সমর্থক আহত হয়।
এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেও স্বতন্ত্র প্রার্থীদের পাওয়া যায়নি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, এই হামলার ঘটনায় কারা জড়িত তা নিশ্চিত করতে অভিযান করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
শেয়ার