Top
সর্বশেষ

নোয়াখালীতে বিভিন্ন দাবীতে হোমিও চিকিৎসক ও শিক্ষার্থীদের মানববন্ধন

১৪ জুন, ২০২২ ২:৪০ অপরাহ্ণ
নোয়াখালীতে বিভিন্ন দাবীতে হোমিও চিকিৎসক ও শিক্ষার্থীদের মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি :
হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখা, উচ্চ শিক্ষার সুযোগ, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক প্রণিত ও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদ কর্তৃক পাশকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২১ সংসদে পাশ করার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে হোমিও চিকিৎসক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুই দফায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করে তারা।

আন্দোলনকারীরা জানান, ২০০ বছর থেকে হোমিওপ্যাথিক চিকিৎসকগন হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড গঠন করেন। তিনি এ চিকিৎসার অবকাঠামো উন্নয়নে সহযোগীতা করেন। এতকিছুর পরও হোমিওপ্যাথিক চিকিৎসকগন নিজেদের নামের আগে ডাক্তার লিখতে পারছেনা। দেশ ও দেশের বাইরে উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছেনা। তাই দ্রুত সময়ের মধ্যে মন্ত্রী পরিষদ কর্তৃক পাশকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২১ সংসদে পাশের দাবী জানান তারা।

নোয়াখালী হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ (ডি.এইচ.এম.এস ডক্টরস এসোসিয়েশন) সভাপতি ও হোমিও চিকিৎসক মো. বেলায়েত হোসাইন, সাধারণ সম্পাদক মো. তৌহিদ হাসান প্রসূন, চৌমুহনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রতিভা রানী রায়, আল আমিন সরকার ও করবী রাণী দাস, আলেয়া বেগম নিঝুম’সহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার