Top
সর্বশেষ

ময়মনসিংহে মাছের খামারে স্কুল শিক্ষকের মরদেহ

১৪ জুন, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
ময়মনসিংহে মাছের খামারে স্কুল শিক্ষকের মরদেহ
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :

ময়মনসিংহের ফুলপুরে একটি মাছের খামার থেকে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকালে উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের একটি মাছের খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষকের সাখাওয়াত হোসেন (৫০। তিনি রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে সাখাওয়াত হোসেনের মৃত্যু হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, সাখাওয়াত হোসেন সোমবার (১৩ জুন) সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে ফিরেনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা স্বজন ও আশপাশ এলাকায় খোঁজাখোঁজি করেও কোনো সন্ধান পাননি। পরদিন মঙ্গলবার সকালে বাড়ীর কাছে একটি মৎস্য খামারে সাখাওয়াত হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারের স্বজনদের খবর দেয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে। সাখাওয়াত শিক্ষকতার পাশাপাশি গ্রাম্য পশু চিকিৎসক ও জমি মাপার আমিন হিসেবেও কাজ করতেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহটি বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে সাখাওয়াত হোসেনের মৃত্যু হয়েছে। নিহতের শরীরে বিদ্যুতের তারে জড়ানো জায়গায় পোড়া চিহ্ন আছে। এছাড়া তার শরীরে কোনো জখমের চিহ্ন নেই। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে।

শেয়ার