Top
সর্বশেষ

সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১৪ জুন, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ
সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
জসিম উদ্দিন, সুনামগঞ্জ :

সুনামগঞ্জ জেলার দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির জরুরি সভা মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অসীম চন্দ্র বনিক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম, এন এস আই যুগ্ম পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ ২৮ বিজিবির ক্যাপ্টেন নাজমুল, জামালগঞ্জ উপজেলার চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আল বেরুনী, সাবেক সিভিল সার্জন ডাঃ সৈয়দ মনোয়ার আলী , টাউন জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরু রব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান, ব্র্যাক জেলা সমন্বয়ক মো আজাদ, সুনামগঞ্জ রিপোর্টার ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।

সভায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির ফলে সৃষ্ট বন্যার উপক্রম হওয়ায় জেলার, ১১ উপজেলার ইউএনওদের এবং উপজেলা চেয়ারম্যান গণকে সতর্ক থাকার অনুরোধ করেন। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী যেমন চাল,ডাল শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের অনুরোধ করেন। পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে বলেও জানান। এবং পানি নামার পর প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিরও নির্দেশ দিয়েছেন।

শেয়ার