Top

মিরসরাইয়ে মহানবী (সা.)-কে কটূক্তি প্রতিবাদে মানববন্ধন

১৪ জুন, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ
মিরসরাইয়ে মহানবী (সা.)-কে কটূক্তি প্রতিবাদে মানববন্ধন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা।
মঙ্গলবার ( ১৪ জুন) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই লতিফিয়া মাদ্রাসা গেইটের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রতিবাদ জানানোর পাশাপাশি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ওই দুই বিজেপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।তারা বলেন, রাসূলকে নিয়ে কটূক্তি কোন মুসলমান মেনে নিতে পারে না। রাসূল আমাদের আদর্শ। তার আদর্শ আমাদের রক্তে। তাই এক বিন্দু রক্ত থাকা অবস্থায় রাসূলের নামে কোন অবমাননা মেনে নেয়া হবে না। এসময় ভারতের বিজেপি সরকারের দুই নেতার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানায় এই ছাত্র-ছাত্রী বৃন্দরা।

মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী হাফেজ শাহাদাতের সভাপতিত্বে শিক্ষার্থী তছলীমুদ্দীন রাশেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, রেজাউল করিম সোহেল, কাউন্সিলর ওসমান গনি। এসময় আরো বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষার্থী মনজু, ইমরুল কায়েছ, জাকারিয়া, নুর উদ্দিন, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ

শেয়ার