সামান্য বৃষ্টিতেই কাঁদা জলে একাকার হয়ে যায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা সদর বাজারটি। দূর্বল ড্রেনেজ ব্যবস্থা, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না করাতে সামান্য বৃষ্টিতে পানি জমে থাকায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে বাজার ব্যবসাীদের। এই দূরবস্থার থেকে দ্রুত পরিত্রানের দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা।
শশীভূষণ বাজারের ব্যবসায়ী সমিতির সদস্য সেলিম হাওলাদার জানান, চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা সদর বাজারের দূর্বল ড্রেনেজ ব্যবস্থা ও নিম্মমানের সামগ্রী দিয়ে সড়ক মেরামত করার কারণে সামান্য একটু বৃষ্টি হলেই বাজারের সড়কগুলো পানিতে তলিয়ে যায়।
পানি কমে গেলে তৈরী হয় কাঁদা। কাঁদাজল মাড়িয়ে বাজারের ভেতরের সড়কগুলো যানবাহন চলাচল ও সাধারন ক্রেতাদের চলাচলে পড়তে হয় ভোগান্তিতে। গত কয়েক বছর ধরে ওই অবস্থা চলতে থাকলেও সমস্যাটি নিরসনে কেউ সঠিক ভাবে উদ্যোগ নিচ্ছে না। ফলে বর্ষা মৌসুমে ব্যবসায়ীদের বেচাকেনা কম হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।
শশীভূষণ বাজারের টিন ব্যবসায়ী আবুল হোসেন মিয়া বলেন, সামান্য বর্ষা হলেই দোকানের সামনে হাটু পরিমান পানি জমে থাকে। তিনি আরো বলেন, ব্যবসায়ীদের কষ্ট দেখার কেই নেই। বর্ষা মৌসুমে তারা চরম কষ্টে ব্যবসা করলেও বাজারের সড়ক ও ড্রেন সংস্কারে কোন উদ্যোগ নেই।
এই অবস্থা চলতে থাকলে ব্যবসা বন্ধ করে না খেয়ে মরতে হবে। শুকনো মৌসুমে সারাদিন ১৫/২০ হাজার বিক্রি করতে পারলেও এখন বৃষ্টির জন্য সড়কের বেহাল অবস্থার ফলে সারাদিন ৪/৫ হাজার টাকা বিক্রি হয় না।
শশীভূষণ বাজারের ব্যবসায়ী নেতা সোহাগ ফরাজী বলেন, ব্যবসায়ীরা চরম কষ্টের মধ্যে ব্যবসায়ীরা চরম কষ্ট করছে। সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে রাস্তা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন দাবি করেন তিনি।
রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম পণ্ডিত বলেন, বাজারের অভ্যন্তরে সড়ক সংস্কার ও অন্যান্য উন্নয়ন মূলক কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আল নোমান বলেন, দ্রুত সময়ের মধ্যে শশীভূষণ বাজারের সড়ক সংস্কার ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করা হবে।