Top
সর্বশেষ

বারভিডা নির্বাচন ১৮ জুন

১৬ জুন, ২০২২ ১১:০৯ পূর্বাহ্ণ
বারভিডা নির্বাচন ১৮ জুন
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে। সংগঠনের ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ৬২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বছর মোট ভোটারের সংখ্যা ৭৬১। কার্যনির্বাহী কমিটির সদস্যরা আগামী ২০ জুন তাঁদের মধ্য থেকে আগামী দুই বছরের জন্য বারভিডার সভাপতি, মহাসচিবসহ অন্যান্য পদের প্রতিনিধি নির্বাচন করবেন।

গতকাল বারভিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ১৮ জুন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৮ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে ১০ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৯২০। সংগঠনটির ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত না হওয়ায় অ্যাসোসিয়েশনে বর্তমানে প্রশাসক দায়িত্ব পালন করছেন। নির্বাচন অনুষ্ঠানের জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সেলিম হোসেন।

 

বিপি/ আইএইচ

শেয়ার