Top

চরভদ্রাসনে চর ঝাউকান্দা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বদু মৃধা বিজয়ী

১৬ জুন, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
চরভদ্রাসনে চর ঝাউকান্দা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বদু মৃধা বিজয়ী
চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউপি নির্বাচনে চাচাকে পরাজিত করে চেয়ারম্যান হয়েছে ভাতিজা।

গতকাল ১৫জুন বুধবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির কঠোর নজরদারিতে সকাল ৯টা হতে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ইউপি নির্বাচন-২০২২।

এতে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী বদরুজ্জামান(বদু) মৃধা(৩৮)আনারস প্রতীকে ১৪০৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্দন্দী সাবেক চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধা(৫৩)মটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১২৬১ ভোট।

এছাড়া সাধারন সদস্য পদে ৯জন ও সংরক্ষিতমহিলা সদস্য পদে ৩জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। বুধবার রাত সারে ৯টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ফলাফল সংগ্রহ ও ঘোষনা কেন্দ্রে বেসরকারি ভাবে এ সকল প্রার্থীদের বিজয়ী ঘোষনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মনজুুরুল আলম(অঃ দাঃ)।

নির্বাচনে সর্বমোট প্রদত্ত ভোট ২৮২১,বাতিল ১৫১,বৈধ ২৬৭০ ভোট। উল্লেখ্য এই ইউনিয়নে চেয়ারম্যান পদে দুই জন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে সাত জন ও সাধারন সদস্য পদে ১৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

এই ইউনিয়নের ওয়ার্ড পূণর্গঠন সংক্রান্ত জটিলতার কারণে ২০২১ সালের ২৮ অক্টোবর চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। ওয়ার্ড পূণর্গঠন সম্পন্ন হওয়ার পর গত এপ্রিল মাসের ২৮ তারিখ জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে নিদের্শনা প্রদান করেন নির্বাচন কমিশন।

চর ঝাউকান্দা ইউনিয়নে মোট তিন হাজার ছশত উনপঞ্চাশ জন ভোটার রয়েছে। এর মধ্যে এক হাজার পাঁচশত উনআশি জন পূরুষ ও দুই হাজার সত্তুর জন মহিলা ভোটার রয়েছেন।

বিপি/এএস

শেয়ার