Top

জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্রোহী প্রাথী তাওহীদ বিজয়ী

১৬ জুন, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ
জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্রোহী প্রাথী তাওহীদ বিজয়ী
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে। বুধবার (১৫ জুন) সপ্তম ধাপে স্থগিত হওয়া ওই ইউনিয়নে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন করা হয়।

পরে রাতে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী একরামুল হক চৌধুরী তাওহীদ মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়ছেন।

তিনি চেয়ারম্যান পদে ২ হাজার ৩১০ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭০ ভোট। প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী পেয়েছেন ৪ হাজার ৬৬০ ভোট। এছাড়াও আরো পাঁচ জন চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

চেয়ারম্যান পদে বিজয়ী একরামুল হক চৌধুরী তাওহীদ ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

উলেখ্য যে, এ বছরের ৭ ফ্রেব্রুয়ারী ভোট গ্রহন কথা ছিল। তাওহীদ, নৌকা প্রাথীর বৈধতা চ্যালেন্জ করা মামলায় ভোটের একদিন আগে ৬ ফ্রেব্রুয়ারী ভোট স্থগিতের নির্দেশ দেন আদালত। পরে আদালতের নির্দেশে নির্বাচন সম্পন্ন করা হয়।

উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার