Top
সর্বশেষ

সরকারের কাছে যথেষ্ট ত্রান রয়েছে: প্রতিমন্ত্রী জাকির হোসেন

১৬ জুন, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
সরকারের কাছে যথেষ্ট ত্রান রয়েছে: প্রতিমন্ত্রী জাকির হোসেন
কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, সরকারের কাছে যথেষ্ট ত্রাণ সামগ্রী রয়েছে। ত্রাণ নিয়ে কোন চিন্তা করতে হবে না।
বৃহস্পতিবার (১৬ জুন)  দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় যাদুর চর ইউনিয়নে পানিবন্দি বিভিন্ন গ্রামে নৌকা দিয়ে ঘুরে ৬শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, অতি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পাট, আউশ ধান,চিনা,কাউনসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া কয়েকটি স্কুল পানি বন্দি হয়ে পরেছে এবং বিভিন্ন রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে রাস্তা-ঘাট মেরামত করা হবে সেইসাথে ক্ষতিগ্রস্তদের পূণর্বাসন করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, রৌমাররী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আরশাফুল আলম রাসেল (ভারঃ) ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান,
রৌমারী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক
রেজাউল ইসলাম মিনু, বন্দবের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের সরকার ও যাদুরচর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান সরবেশ আলী ও স্থানীয় নেতৃবৃন্দ।
শেয়ার