Top
সর্বশেষ

উঘারিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পালন

১৬ জুন, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ
উঘারিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পালন
শাহরাস্তি(চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের শাহরাস্তিতে উঘারিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বৃহস্পতিবার ১৬ই জুন বিদ্যালয়ের হল রুমে মিলাদ পরিচালনা করেন অষ্টগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনিসুজ্জামান ও গাউসুলআজম মসজিদের সম্মানিত মুয়াজ্জিন জনাব মোরশেদ আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রহমত উল্লাহ বি,এস সি বিএড এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।

সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চিতোষী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব নজরুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব আনিসুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব আবু সায়েদ বিজয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়র পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্যবৃন্দ, আমন্ত্রিত মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন উঘারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শেখ মুজিবুর রহমান, ইমামে আজম কেজি স্কুলের প্রধান শিক্ষক জনাব আবু তাহের সুমন, লিটল ফ্লাওয়ার কেজি স্কুলের সম্মানিত পরিচালক জনাব আব্দুল মান্নান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সাইফুল ইসলাম ও জনাব মাহবুবুর রহমান রাসেল।

অন্যান্য শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক জনাব মাইনুদ্দিন, সিনিয়র শিক্ষক জনাব আনিসুজ্জামান, জনাব আব্দুল কুদ্দুস, জনাব মিজানুর রহমান, জনাব তাজুল ইসলাম, জনাব বিল্লাল হোসেন,জনাব আব্দুল আউয়াল, জনাব আবু জাফর এবং মহিলা শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জনাবা মরিয়ম বেগম, জনাবা আসমা বেগম, লিপি রাণী দাস সহ এলাকার সুধীজন ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।

বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে মানপত্র পাঠ করেন ইসমাইল হোসেন, এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য ৮ম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তার আনিকা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের কে পরীক্ষা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

শেয়ার